
নিম্নচাপের জেরে দুরন্ত ইনিংস শুরু বর্ষার, প্রবল দুর্যোগের সম্ভাবনা ৪ জেলায়
কলকাতা: বিদায়বেলায় বর্ষার (Rain) দুরন্ত ইনিংস শুরু হল বাংলায়। নিম্নচাপের জেরে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ কম-বেশি বৃষ্টির দাপট সর্বত্র। শনিবার থেকে একনাগাড়ে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি চলছে। কিন্তু কবে থামবে বৃষ্টিপাত? পুজোর মুখে আগামী কয়েকদিনের আবহাওয়াই বা কেমন থাকবে? ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আলিপুর আবহাওয়া দফতর এখনই স্বস্তির কোনও আপডেট দিতে পারছে না। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হবে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে।
নিম্নচাপের জেরে শুক্রবার বিকেল থেকে বদলাতে শুরু করে কলকাতার আবহাওয়া। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৪ শতাংশ।