
পুজোর মুখে দুর্যোগ, আবহাওয়ার উন্নতি কবে?
Updated : 5 Oct, 2023 9:22 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
কলকাতা: বর্ষার জন্য অপেক্ষা করে থেকে শেষে নাছোড় বৃষ্টি (Rain) নেমেছে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। কখনও হাল্কা, কখনও একটানা বৃষ্টি হয়েই চলেছে। থামার জো নেই। বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়। বাংলায় পুজোর মুখে এমন দুর্যোগের ফলে স্বভাবতই মন খারাপ ব্যবসায়ী থেকে শুরু পুজো উদ্যোক্তা এবং সাধারণ মানুষের। সবার একটাই প্রশ্ন, কবে থামবে এই দুর্যোগ? কবে আবহাওয়ার উন্নতি হবে? হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগের করাল গ্রাস থেকে এখনই রেহাই নেই। নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত। তবে, শনিবার থেকে পরিস্থিতির সামান্য বদলের ইঙ্গিত রয়েছে।
Tags: