Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

নবমী থেকে আবহাওয়ায় বদল, পুজো কি ভাসবে বৃষ্টিতে?

Updated : 17 Oct, 2023 7:54 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ তৃতীয়া। হাতে আর মাত্র দুদিন। তারপরে ষষ্ঠীর সন্ধ্যায় হবে মায়ের বোধন। রাজ্যজুড়ে এখন পুজোর আমেজ। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই চলছে মাকে ঘরে আনার শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু, কেমন আবহাওয়া (Weather) থাকবে পুজোর কটাদিন? কী বলছে হাওয়া অফিস (Weather Office)? হাওয়া অফিস জানিয়েছ, আপাতত আগামী ৪-৫ দিন আবহাওয়া শুষ্কই থাকবে। নবমী থেকে আবহাওয়ায় আবার বদল আসার একটা সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টি (Rain)। আপাতত হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী অবধি রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে।

মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ রয়েছে। দেখা মিলেছে সূর্যের। কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টি হয়নি। মৌসম দফতরের আপডেট অনুযায়ী পুজোর শুরুতে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হলেও ধীরে ধীরে পরিবর্তিত হবে আবহাওয়া। সকালের দিকে হাওয়ায় শিরশিরে অনুভূতি। তবে বেলা বাড়লে বাড়বে গরম।