পুজো কি মাটি করবে ঘূর্ণাবর্ত? জানুন কী বলছে হাওয়া অফিস
কলকাতা: পুজোর (Pujo) আমেজ যেন লেগে গিয়েছে। ইতিমধ্যে বহু প্যান্ডেলে মা দুর্গার আগমন ঘটেছে। অনেক প্যান্ডেল আবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এককথায় চারিদিকে পুজো পুজো গন্ধ। কিন্তু, সকলের মনে একটাই প্রশ্ন, এই পুজোর আনন্দ মাটি করে দেবে না তো বৃষ্টি (Rain)? হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তবে, দুর্গাপুজোতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরালা উপকূলে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে। ২১ অক্টোবর নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়।
বুধবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও সামান্য থাকতে পারে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আজকে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ রয়েছে প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার।