Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

বাংলাদেশে হামুনের তাণ্ডব, কেমন থাকবে বাংলার আকাশ?

Updated : 25 Oct, 2023 5:27 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ বিজয়া দশমী। শেষ হয়েছে বাঙালির শারদ উৎসব। আজ থেকেই সকলের জীবনে ছন্দে ফেরার দিন। তার আগে জেনে নেওয়া দরকার আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather)? কি বলছে হাওয়া অফিস? ইতিমধ্যে, মধ্যরাতে বাংলাদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হামুন (Cyclone Hamoon)। চট্টগ্রামের কাছে ল্যান্ডফল (Landfall) হয় ঘূর্ণিঝড়ের। তবে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়বে না রাজ্যে। আপাতত বৃষ্টির কোনও সতর্কতা নেই। একাদশীতে রাজ্যজুড়ে পরিষ্কারই থাকবে আকাশ। তবে, বিকেলের দিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আজ কলকাতার আকাশ মূলত মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। ফিরবে হেমন্তের ছোঁয়া। বুধবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও বাতাসে আজ জলীয় বাষ্পের পরিমান থাকবে ৯৩ শতাংশ ও ৮৮ শতাংশের মাঝামাঝি।