Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

কালীপুজো-ভাইফোঁটায় বাদ সাধবে বৃষ্টি!

Updated : 6 Nov, 2023 8:34 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই কালীপুজো এবং ভাইফোঁটা। কিন্তু এখনও বঙ্গে শীতের কামড় অধরা। লক্ষ্মীপুজোর পর থেকে দিন কয়েক শীতের (Winter) আমেজ অনুভূত হলেও এখন তা একেবারে উধাও। এদিকে আবার ছত্তিশগড়ের উপর অবস্থান করছিল একটি ঘূর্ণাবর্ত। তার জেরে শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হয়। তাই স্বাভাবিকভাবেই বঙ্গবাসীর মনে প্রশ্ন, কালীপুজো এবং ভাইফোঁটার সময় কোনওভাবে উৎসবের মাঝে ব্যাঘাত ঘটাবে না তো বৃষ্টিপাত? তার মধ্যেই এবার শীত নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, মোটের উপর তাপমাত্রা আরও নেমে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। অর্থাৎ শীত যে দুয়ারে তাঁর একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু রয়েছে। রবিবার থেকে ফের বঙ্গে প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া। আর এর জেরে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। তবে জাঁকিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে, সে ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছুন জানা যায়নি।