
জোড়া ঘূর্ণাবর্ত, ঝেপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে আবহাওয়া অফিস
সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা (Kolkata) সহ বেশ কিছু জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তই আগামী মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপের প্রভাবেই শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে, রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ। তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে বাড়বে অস্বস্তি।
এদিকে, চলতি মরশুমের শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গ। বৃষ্টির একটা ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম,মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অপরদিকে, রবি এবং সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। তবে, রবিবার থেকে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাতের আকাল সেই সময় মরশুমের শুরু থেকেই ভালো বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গ। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।