কালীপুজোয় কি জাঁকিয়ে শীত বঙ্গে? কী জানাচ্ছে হাওয়া অফিস
কলকাতা: লক্ষ্মীপুজোর পর থেকেই বঙ্গে ঠাণ্ডার আমেজ মিলতে শুরু করেছিল। শীত শীত ভাব দিনকয়েক মিললেও নিমেষে তা উধাও হয়ে হায়। তবে ফের একটু একটু করে নামছে পারদ। বিশেষ করে রাতের দিকে বা ভোরের দিকে শিরশিরানি। তাহলে কি কালীপুজোর আগেই ভালোমতো ঠান্ডার আঁচ মিলবে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ থাকবে। আর এই ঠান্ডা আমেজেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শীতকাল কি তবে এসেই গেল? হাওয়া অফিস এ নিয়ে এখনই আশার খবর দিচ্ছে না। তারা বলছে, শীত আসতে এখনও অনেক দেরি।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কলকাতায সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার বদল হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে।
এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ আবহাওয়া শুষ্ক থাকবে। ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে চলতি সপ্তাহে।