Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

এবার কি বৃষ্টিভেজা পুজো, সঙ্গে ঝড়-বৃষ্টি? কী বলছে আবহাওয়া অফিস

Updated : 26 Sep, 2023 7:45 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাঙালির ক্যালেন্ডার অনুজায়ী এখন শরৎকাল। তাই শরতের সঙ্গে পুজোর (Pujo) আমেজেরও আগমন ঘটেছে বাংলায়। পুজোর কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু, পুজো যত এগিয়ে আসছে ততই যেন ‘লাগামছাড়া খামখেয়ালি’ হয়ে যাচ্ছে আবহাওয়া (Weather)। কখনও রোদ, কখনও বৃষ্টি (Rain)। গত সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। তবে, মঙ্গলবার সকাল থেকেই আকাশ অনেকটাই পরিষ্কার। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ ২৬ তারিখ, মঙ্গলবার থেকে দুই বঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সাময়িকভাবে দু-তিন দিনের জন্য কমবে। ফলে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দিন দুয়েক পর ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ। মঙ্গলবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতাও।

দক্ষিণবঙ্গে শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তিও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ২৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা শক্তি বৃদ্ধি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে উইকএন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে কম। বাড়তে পারে তাপমাত্রার পারদ। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাঁচ পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।