ভাদ্রের গরমে বাড়ছে অস্বস্তি, কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে?
কলকাতা: গত কয়েকদিন ধরে গরম পড়েছে। বেড়েছে অস্বস্তিও। তবে গরম কাটতে এখনই আশার কোনও আলো দেখাতে পারলেন না আবহবিদরা। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? কলকাতায় স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। বাতাসে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ।
এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম,মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। আগামিকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অপরদিকে, শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
হওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন। আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা-উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপরদিকে, একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত অবস্থান করছে। আরব সাগর এবং বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া এবং ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় শক্তিশালী বাতাস বইতে পারে। তাই এই ঝুঁকিপূর্ণ সমুদ্রের অবস্থার উপর সতর্কতা জারি করে তারা আগামী ৫ দিন মৎস্যজীবীদের আরব সাগর এবং বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে। উল্লেখ্য, পাঁচ দিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ ৩০ অগস্ট থেকে।