ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি, আজ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: কিছু দিন ধরে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা সহ বেশ কিছু জেলায়।ভাদ্রের গরমে কার্যত গলদঘর্ম অবস্থা। তবে তার থেকে কিছুটা রেহাই দিল শনিবারের বৃষ্টি। কিন্তু কতদিন চলবে এই বৃষ্টি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? জানা যাচ্ছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আরও কিছু দিন। তবে পরবর্তীতে কিছুটা স্বস্তি মিলতে পারে। আজ, রবিবার রাজ্যের ছ’টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মূলত আকাশ আজ মেঘলায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার সকালে কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৬৮ থেকে ৯৮ শতাংশ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।