
রাজ্যে দুর্যোগের মেঘ, কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: ক্রমশ বদলাচ্ছে বর্ষার আবহাওয়ার (Weather) রূপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্তর জন্যই নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে বদলাবে বাংলার আবহাওয়া। ভোর থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিতে চলছে। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া ! কী বলছে আবহাওয়া দফতর? দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্য়ুৎসহ হতে পারে বৃষ্টি। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হওয়া অফিস জানাচ্ছে, আজ সকালে কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৯ থেকে ৯৮ শতাংশ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। ৪ সেপ্টেম্বর সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এদিকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টি হয়েছে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরে।
এদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই মুহূর্তে বৃষ্টিতে ভাসছে। এদিকে, উত্তর ভারতের রাজ্যগুলি যেমন, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া বইছে। যদিও মৌসম ভবন বলছে রাজস্থান সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে এখনও তিনদিন পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ৭-৮ সেপ্টেম্বরের আগে এই রাজ্যগুলিতে বৃষ্টি হবে না।