সকাল থেকেই বৃষ্টি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়
কলকাতা: রাতভর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত। সপ্তাহ শুরুর দিন সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্তমানে এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ডের ওপর। তবে এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে আরও ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও ভারী তো কোথাও চলছে মাঝারি বৃষ্টিপাত। দিনের বেশিরভাগই সময় আকাশ থাকছে মেঘলা আকাশ। আজ কলকাতায় সকালের দিকে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামী কয়েকদিনেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তারমধ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু-একটি জায়গায়। বাকি জেলাগুলিতেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। তবে ২৪ তারিখের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে চলেছে। কিন্তু তার আগে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।