Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

আজ থেকে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত!

Updated : 6 Oct, 2023 10:00 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: সামনেই পুজো। কিন্তু সকলের মনে একটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই নাছোড় বৃষ্টি। পুজোয় কি বৃষ্টি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, শুক্রবার শহরের আকশ মূলত মেঘলাই থাকতে পারে। কলকাতা এবং শহরতলিতে আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বাড়বে তাপমাত্রা।

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম।