পুজোর আগেই হাওয়া বদল!
কলকাতা: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ঝলমলে আকাশ, ফুরফুরে আবহাওয়া শহর কলকাতায়। তবে আবহাওয়ার কী হাল? কী বলছে আবহাওয়া দফতর? আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। উইকএন্ডে শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দু’এক জায়গায় আকাশ আংশিক মেঘলা হতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।
আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে আবহাওয়া। সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে।