Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Update |  রাজ্যে প্রবেশ বর্ষার, জানুন কোন কোন জেলায় বৃষ্টি 

Updated : 13 Jun, 2023 2:06 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: অবশেষে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের (West Bengal) ঠিক কোন কোন জেলায় বর্ষা প্রবেশ করেছে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে৷ গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাত (Rain) হয়েছে৷ তবে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও তা আদপে বর্ষার বৃষ্টি নয় বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও সাইক্লোন ‘বিপর্যয়ের’ জেরে কলকাতা ও আশপাশের অঞ্চলে মঙ্গলবারও তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ শহর কলকাতা মেঘাছন্ন থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলবে রোদের দেখাও। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা সকালের দিকে ছিল ৩২ ডিগ্রি।  শহরের আপেক্ষিক আর্দ্রতা প্রায় ১০০ শতাংশ ছুঁইছুঁই। ফলে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে দিনভর। যদিও দুপুর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হবে বলে জানা যাচ্ছে।

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে৷ পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ হতে পারে৷ অন্যদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে৷