Weather Update | তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, চলবে তাপপ্রবাহ, জানুন কোন কোন জেলায় বৃষ্টি
কলকাতা: তাপে (Heatwave) পুড়ছে রাজ্য (State)। আপাতত স্বস্তির কোন বার্তা দিল না আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার (Kolkata) তাপমাত্রার পারদ ৪০-এর কোটা ছুঁই ছুঁই। এখনই রাজ্যে গরম (Summer) কমার কোনও লক্ষণ নেই। বৃষ্টি (Rain) নিয়ে কোনও সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর।
আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ জুন অবধি এই ধরনের অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এবারও বর্ষা দেরিতে আসার কারণে এই প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি নেই। তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী পাঁচ দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
ভারতীয় মৌসম জানাচ্ছে, ৫ জুন ২০২৩-এ দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে বিপর্যয়। বাংলাদেশের দেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম বিপর্যয়। বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুসারে, আবহাওয়ার পূর্বাভাসকারীরা বিভ্রান্তি এড়াতে প্রতিটি ট্রপিকাল সাইক্লোনকে নাম দেয়। সাধারণভাবে, আঞ্চলিক পর্যায়ে নিয়ম অনুসারে ট্রপিকাল সাইক্লোনের নামকরণ করা হয়।