
পুজোর মধ্যেই আবহাওয়ার বড়সড় রদবদল
কলকাতা: মহালয়ার পর থেকেই কলকাতায় মানুষের ভিড় চোখে পড়ার মতো। আর ষষ্ঠীতে কার্যত জনজোয়ার ভেসেছে তিলোত্তমা। কলকাতার অলিগলি থেকে শুরু করে মহানগরের রাজপথ, দৃশ্যটা সব জায়গায় সমান। উৎসবের আনন্দ যেন চেটেপুটে উপভোগ করতে কোন রকমের খামতি রাখতে চাইছে না ‘হুজুকে বাঙালি’। এরই মাঝে আবহাওয়া নিয়ে কিন্তু পুজোর মধ্যেই আবহাওয়ার বড়সড় রদবদলের আভাস শোনাল হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যা আগামী ৪৮ ঘণ্টার নিম্নচাপে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের জেরেই এবার রাজ্যের একাধিক জেলায় পুজোর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই খেলা শুরু হতে পারে সপ্তমী থেকেই। নবমীতে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে নিন্মচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে, ক্রমেই উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে সেই সঙ্গে শক্তি বাড়াবে নিন্মচাপ। সপ্তমীর সকালেই ঘুর্নাবর্তটি নিন্মচাপে পরিণত হবে।