
Todays Weather | বৃষ্টি ঝরবে না আগুন! কী বলছে আবহাওয়া দফতর
কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Kolkata-South Bengal) অস্বস্তি আরও বাড়বে। তাপমাত্রার (Temparature) পারদ আরও খানিকটা বাড়বে। যার জেরে পার্বত্য জেলা গুলি ছাড়া রাজ্যের প্রায় সব জেলা গুলিতেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। আগামী কাহার পাঁচ দিন কলকাতায় গরম ও অস্বস্তি আরো বাড়বে। বৃষ্টির সম্ভাবনা নেই। বরং সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়িয়ে ৪০ ডিগ্রীর ঘরে ঢুকতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ৪২/৪৩ ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৮৮ শতাংশ।
দক্ষিণবঙ্গ: হাওয়া অফিস সূত্রের খবর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলি তেও। তবে আবহাওয়াবিদদের মতে আগামী ২৪ ঘন্টায় পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ: আগামী কয়েক দিন হালকা বৃষ্টি থাকবে দার্জিলিং এবং কালিম্পংএ। আবহাওয়া দরতর জানাচ্ছে, দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, অসময়েই ঘটবে বর্ষার আগমন। তবে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি। এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দু-এক পশলা ভারি বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়।