মিগজাউমের ল্যান্ডফল কি বাংলায়?
Updated : 2 Dec, 2023 7:49 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ক্রমশ ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম (Migavum Cyclone)। আইএমডির তথ্য অনুযায়ী আরও শক্তি সঞ্চয় করে গত ৬ ঘণ্টায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হতে শুরু করছে। গতিবেগ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী ১২ ঘন্টার মধ্যে তা গভীর নিম্ন চাপে পরিণত হয়ে মিগজাউমের রূপ নেবে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুদুচেরি থেকে পূর্ব ও দক্ষিণপূর্ব দিকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। আপাতত পূর্বাভাস বলছে, ৫ ডিসেম্বর দুপুরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে।
Tags: