
প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র, খোয়ালেন লক্ষাধিক টাকা
কলকাতা: প্রতারণার শিকার (Fraud) অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। খোয়ালেন লক্ষাধিক টাকা। ৩০ অগাস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন (Birthday)। ঠিক তার একদিন আগে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। অভিনেত্রী ফোনটি তুলতেই ওপার থেকে বলা হয় তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। ব্যস তারপরেই ঘটল বিপত্তি। অ্যাপটি ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল শ্রীলেখার।
এই বিষয়ে অভিনেত্রী জানান, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলছি না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।” তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবে কী না এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।