Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

আগামিকাল ৪ রাজ্যের ভোটের ফল, কী হবে সেমি ফাইনালে ?

Updated : 2 Dec, 2023 9:10 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতার: আগামিকাল রবিবার চার রাজ্যের বিধানসভা ভোটের ফল গণনা। কাল মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলঙ্গানার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরামের ভোট গণনা হবে সোমবার। নির্বাচন কমিশন শুক্রবার রাতে জানিয়েছে, স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের আবেদনকে মর্যাদা দিয়ে গণনা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, মিজোরামের ৯৭ শতাংশ বাসিন্দাই খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে একটি পবিত্র দিন। তাই সকলে আবেদন করেছিল, ওইদিন যেন ভোট গণনা না হয়।

এদিকে বুথ ফেরত সমীক্ষায় গোবলয়ের তিন রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি টক্করের ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে বিজেপি কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। এর আগে জনমত সমীক্ষায় কিছু কিছু সংস্থা গোবলয়ের তিন রাজ্য এবং তেলঙ্গানায় কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। কিন্তু বুখ ফেরত সমীক্ষায় দুই প্রধান দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ছোট দলগুলির এবং নির্দলদের মধ্যে জেতার সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন গোবলয়ের তিন রাজ্যের ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা।