Placeholder canvas
কলকাতা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Offbeat Destination | সস্তায় ঘুরে আসুন দিঘার সুন্দরবন থেকে, রয়েছে ম্যানগ্রোফও 

Updated : 3 Jul, 2023 6:47 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাঙালির সপ্তাহান্তে বেড়ানোর (Travel) সবচেয়ে প্রিয় জায়গা দিঘা (Digha)-মন্দারমনি (Mandarmani)। একদিন ছুটি থাকলেই সকলে সেখানে ছুট দেন। এই সপ্তাহে তো দিঘায় জায়গা নেই বললেই চলে। পর পর ৫ দিন ছুটি পাওয়া গিয়েছে। দিঘার সব হোটেল বুক। সমুদ্র সৈকতে থিকথিকে ভিড়। বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমনই দশা এখন দিঘার। বর্ষা মানেই সকলে ছুটছেন দিঘায়।

দিঘায় সমুদ্রের পাড়ে বসেই যাঁরা দিন কাটিয়ে দেন তাঁদের জন্য অপেক্ষা করছে একটি এফবিট ডেস্টিনেশন। যার নাম বিচিত্রপুর। এটি ওড়িশার মধ্যে পড়ে। তবে দিঘার একেবারে গা লাগোয়া। দিঘা থেকে টোটো ভাড়া করে অনায়াসে সেখানে যাওয়া যায়। জায়গাটি ওড়িশাতে হলেও সেখানকার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন। কাজেই দেখে বোঝা দায় দিঘা না ওড়িশা। এখানেই রয়েছে সেই ম্যানগ্রোফ অরণ্য।

সুবর্ণরেখা নদী
সুবর্ণরেখা নদীর উপরে রয়েছে এই জায়গাটি। সুবর্ণ রেখা নদীর উপরে রয়েছে সুবর্ণপুর দ্বীপ। সেখানে রয়েছে ম্যানগ্রোফ অরণ্য। সমুদ্র এবং সুবর্ণরেখার মোহনাও দেখা যায় েকান থেকে। বোটে করে আসতে হয় এখানে। আধঘণ্টা সময় দেওয়া হয় ম্যানগ্রোফ অরণ্যটি ঘুরে দেখার জন্য। জোয়ার-ভাঁটায় সমুদ্রের জল ঢুকে পড়ে এই দ্বীপের মধ্যে। একেবারে সুবর্ণরেখা নদীর পাড়ে রয়েছে এই জায়গাটি।

কচ্ছপ-পাখির সমাহার
এই বিচিত্রপুরে নাকি এখানে অন্যরকম হয়ে যায় শীতকালে। কচ্ছপ ডিম পাড়তে আসে এখানে। লাল কাঁকড়ারাও ভিড় করে এই বিচিত্রপুরে। সেই সঙ্গে নানা রকমের পাখিদের আনাগোনা দেখা যায়। জোয়ার-ভাঁটার সঙ্গে এখানকার ফেরি সার্ভিস নির্ভর করে। চাইলে মোহনা পর্যন্ত ঘুরে আসা যায়। সুবর্ণ রেখা নদী যেখানে সমুদ্রে মিশেছে সেখানে দেখা যায়। অসাধারণ একটা সময় কাটানো যায় এখানে।