
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশে ‘ভিজা’ ফ্রি
কলকাতা: আগে শ্রীলঙ্কা (Srilanka) যাওয়ার চল অনেকটাই কম ছিল ভারতীয়দের মধ্যে। তবে বিগত বেশ কিছু বছর ধরে শ্রীলঙ্কা ভ্রমণের প্রবণতা বাড়ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কায় এমন কিছু জায়গা আছে, সেখানে গেলে মনে হবে যে বাংলার কোনও গ্রামে এসে পড়েছেন। শ্রীলঙ্কার চারদিক ভারত মহাসাগরে ঘেরা। এই দেশ জুড়ে রয়েছে প্রচুর পর্বত। এদিকে, প্রায় ২ হাজার বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো।
এখন প্রচুর ভারতীয় এই দেশে ঘুরতে যান। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশটি পর্যটকদের কাছে। এখানেও ঘুরতে গেলে কম করে পকেটে ২৫ থেকে ২৭ হাজার টাকার মতো লাগে। শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির দারুণ মিল রয়েছে। অনেকেই জানেন নিশ্চই, সেই দেশেও তামিল ভাষা চলে। এছাড়াও কিন্তু ইংলিশ হিন্দিতেও কথা বলা হয় সেই দেশে।