Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Vande Bharat Express | নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান

Updated : 21 May, 2023 4:14 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

জলপাইগুড়ি: রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত। হাওড়া-পুরীর পর এবার নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি। রবিবার ভোরে তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হয়ে গেল। রবিবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ নিউজলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬টা ৫১ মিনিট নাগাদ ধূপগুড়ি স্টেশন পার করে এই ট্রেন। এদিন শুধুমাত্র ট্রায়াল রান করা হল। কবে থেকে যাত্রীদের পরিষেবা দেবে এই সেমি হাইস্পিড ট্রেন, সেটি এখনও পর্যন্ত জানানো হয়নি রেলের তরফ থেকে। পাশাপাশি ট্রেনের ভাড়া কত হবে এবং নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই যাত্রাপথে কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটিও জানা যায়নি। সূত্রের খবর এ মাসের ২৪ তারিখ থেকে যাত্রী নিয়ে নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটতে পারে বন্দে ভারত।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সবুজ পতাকা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) উদ্বোধন করেন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Puri-Howrah Vande Bharat Express)। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রিমিয়াম ট্রেনের উদ্বোধন উপলক্ষে পুরী স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ছিল সাজসাজ রব। রথযাত্রার আগেই ওড়িশাবাসীর জন্য উপহার নমোর। আগামী ২০ জুন রথযাত্রা। তার আগেই বন্দে ভারত-এর সূচনায় খুশি পর্যটক তথা পুণ্যার্থীরা।

হাওড়া থেকে এবার পুরী মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে। শতাব্দী এক্সপ্রেসের থেকেও ১ ঘণ্টা আগে পৌঁছবে বন্দে ভারত। এটা ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ক্ষেত্রেও প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী এবং ফিরতে পথে প্রতি বার মোট ৭ টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর, কে রোড, ভদ্রক, বালেশ্বর এবং খড়্গপুর স্টেশনে স্টপ দেবে বন্দে ভারত। উদ্বোধনের পর মোদি বলেন, বন্দে ভারত এক্সপ্রেস আধুনিক ভারত এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের প্রতীক।

বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন পাওয়া যাবে বন্দে ভারতের পরিষেবা। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পুরীতে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে। এই বন্দে ভারতের ভাড়াও হতে চলেছে হাওড়া-এনজেপি বন্দে ভারতের মতোই। একাধিক সংবাদ মাধমের প্রতিবেদন অনুযায়ী চেয়ার কারের ভাড়া এক্ষেত্রে থাকতে পারে ১৫৯০ টাকা। অন্যদিকে, এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হতে পারে ২৮০০ টাকা থেকে ২৯০০ টাকার মধ্যে।