Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

ভাড়া করে মহিলাদের এনে সন্দেশখালিকে কালিমালিপ্ত করছে বিরোধীরা, সরব আদিবাসী সম্প্রদায়

Updated : 18 Feb, 2024 4:33 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

সন্দেশখালি: ভাড়া করে মহিলাদের এনে সন্দেশখালিকে কালিমালিপ্ত করছে বিরোধীরা। এরই প্রতিবাদে বিক্ষোভে আদিবাসী সম্প্রদায়। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির দু’নম্বর ব্লকে নিজের টাকা আত্মসাতে ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্তম সর্দার ও শিবু হাজরা পুলিশের জালে। তারাও এবার মুখ খুলতে শুরু করেছে।

জলে জঙ্গলে সাধারণ খেটে খাওয়া মানুষ বলছেন যেভাবে খবরের কাগজ, টিভি-মিডিয়াতে সন্দেশখালিতে নারী নির্যাতনের খবর দেখানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। কিছু মহিলাকে ভাড়া করে এনে মুখ ঢেকে তাদেরকে এইসব বলানো হচ্ছে। সৎ, সাহস থাকলে খোলা মুখে বলুক। এখানে আমরা জন্মসূত্রে বাস করি। কোনওদিন এরম ঘটনা শুনিনি। বিরোধীরা চক্রান্ত করে পরিকল্পিতভাবে সন্দেশখালির মা-বোনেদের সম্মান নষ্ট করছে। যাতে তারা সন্দেশখালিতে রাজনৈতিকভাবে জায়গা পেতে পারে।