Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

তৃণা রূপের আগুনে ঘাম ঝরাচ্ছে নেটপাড়া

Updated : 19 Mar, 2025 4:42 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

 তৃণা সাহার (Trina Saha) নতুন ফটোশুট দেখে উষ্ণ নেটপাড়া। কালো স্বল্পাবাসে অভিনেত্রীকে দেখে অনুরাগীদের ঘুম উড়েছে। সেই ছবি না দেখলেই মিস করবেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা। দিন কয়েক ধরেই গুঞ্জন, নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণা সাহার বিয়ে নাকি ভাঙছে! এমন জল্পনায় তোলপাড় টলিপাড়া। সেই গুঞ্জনের মাঝেই স্বল্পাবাসে কিলার ছবি দিয়ে নেট কাঁপালেন অভিনেত্রী।

অভিনয়ের বাইরে ভক্তদের ধরে রাখতে হামেশাই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু শেয়ার করে থাকেন তৃণা৷ এবারও তার অন্যথা হল না৷ ভরা বসন্তে রূপের আগুনে ঝলসে দিলেন তৃণা। কালো ডিপকাট ড্রেসে পোজ দিলেন অভিনেত্রী। কানে বড় দুল, কালো পোশাকে অভিনেত্রীর ক্লিভে স্পষ্ট ৷ এই ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া৷ হট লুকে অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷