Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

দেবের হ্যাটট্রিক, ঘাটালে সবুজ ঝড়

Updated : 5 Jun, 2024 6:35 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

সিনে পর্দায় কখন তিনি ‘খোকাবাবু’, ‘রোমিও’, ‘পাগলু’, কখন আবার শঙ্কর কিংবা ধর্মপুরের দাপুটে পুলিশ অফিসার দীপক প্রধান। তিনি দেব, তিনি সুপারস্টার। তাঁকে ঘিরে ৮ থেকে ৮০ সব্বার অন্যান্য ইমোশন। ফিল্মি দুনিয়ার বাইরেও এক চুমুক টনিকে আমজনতার ‘দিলখুশ’ করেছেন বারবার। নির্বাচনী প্রচারেই হোক কিংবা দীর্ঘ কোনও সাক্ষাৎকারে সৌজন্যে অভাব হয়নি তার এতটুকু।

সেই সৌজন্য আর অগনিত মানুষের ভালোবাসা নিয়ে দেব (Dev) এবার রাজনীতির ময়দানেও হ্যাটট্রিক হাঁকালেন। গেরুয়া শিবিরের প্রতিদ্বন্দ্বী হিরন চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে তৃতীয় বার লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র (Ghatal Lok Sabha) থেকে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikari)।