Kangana | BJP Leader | খোদ বিজেপি নেতাকে ধোঁকা! কঙ্গনার বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি…
বিতর্ক সর্বত্রই যেন কঙ্গনার পাশাপাশি চলে। বলিউডের সঙ্গে রাজনীতির যে ওতপ্রোত সম্পর্ক তৈরি হয়েছে তা বিশেষ করে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ইতিহাস ঘাটলেই বোঝা যায়। বলিউড হোক কিংবা রাজনীতি সর্বত্রই তিনি ঠোঁটকাটা। স্পষ্ট বক্তব্য রাখতেই ভালোবাসেন। বিজেপি রাজনীতির সঙ্গেও তার যথেষ্ট সখ্যতা। এবার সেই কঙ্গনার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এসেছে বিজেপির এক রাজনীতিবিদের কাছ থেকে।
সম্প্রতি কঙ্গনা রানাওয়াত সংবাদে উঠে এসেছেন তার ‘ইমার্জেন্সি’ এবং ‘তেজস’ ছবির জন্য। উল্লেখ্য যে এই দুটি ছবির সঙ্গে রয়েছে রাজনীতির মঞ্চের সম্পর্ক। বিভিন্ন জায়গায় শুটিং-বায়ু সেনার ঘাঁটিতে উড়ান, এসব ক্ষেত্রে কঙ্গনাকে রীতিমত প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়েছে। আর যেহেতু তিনি বিজেপি পরিচালিত সরকারের অনুগামী কাজেই সেসব অনুমতি পেতে অভিনেত্রীর কোন অসুবিধা হয়নি। সূত্রের খবর বিজেপি নেতা ময়ঙ্ক মধুর এর সঙ্গেই তার দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই সূত্র ধরেই তিনি সর্বত্র অনুমতি পেয়ে গিয়েছিলেন। অথচ এসবের পিছনে ওই ব্যক্তি ছিলেন যিনি এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। অথচ শোনা যাচ্ছে তাকে শেষমেষ ভুলেই গিয়েছিলেন কঙ্গনা!
‘তেজাস’ ছবির জন্য তাকে বায়ুসেনার ঘাঁটিতে শুটিং করতে হয়েছিল। ময়ঙ্ক মধুরের দাবি কঙ্গনাকে নাকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত পৌছে দেবার সুযোগ করে দিয়েছিলেন ময়ঙ্ক নিজেই। বদলে প্রতিশ্রুতি এমন ছিল যে এই ছবিতে অভিনয়ের সুযোগ তিনি পাবেন এবং যোগাযোগ করিয়ে দেবার পারিশ্রমিকও তার পাওয়ার কথা ছিল। দুটোর কোন প্রতিশ্রুতি কঙ্গনা রাখেননি বলে ময়ঙ্ক দাবি করেছেন।এ খবর ইন্ডিয়ান এক্সপ্রেস এর ।
কঙ্গনা রানাওয়াত-ময়ঙ্ক
বিজেপি নেতার সঙ্গে রীতিমতো ধোঁকা দিয়েছেন বলে অনেকের ধারণা। মন্ত্রী রাজনাথের সঙ্গে প্রায় দু’ঘণ্টা সাক্ষাতের পর বন্ধু ময়ঙ্কের দিকে ফিরে থাকার নি নাকি কঙ্গনা!আর তাতেই বিস্মিত হয়েছেন বিজেপি নেতা। ফলে এখন তিনি প্রতিবাদী ভূমিকায়। শুধু প্রতিবাদ নয় তিনি আইনি অভিযোগ আনার হুশিয়ারি দিয়েছেন কঙ্গনার বিরুদ্ধে।