Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

দিল্লিতে প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকলেন না ট্রুডো, রইলেন হোটেল রুমে

Updated : 21 Sep, 2023 7:45 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নয়া নাটক। সম্প্রতি, জি২০ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি এসেছিলেন ট্রুডো। পাঁচ দিন দিল্লিরই একটি হোটেলে ছিলেন তিনি। জানা গিয়েছে, ভারত সরকারের অতিথি হিসেবে ট্রুডোকে প্রেসিডেন্সিয়াল স্যুট বরাদ্দ করা হলেও সেখানে থাকেননি তিনি। তার পরিবর্তে তিনি অন্য একটি হোটেল রুমে ছিলেন তিনি।

খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে কানাডাকে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাস্টিন ট্রুডো সরকারকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। যা ভারত, কানাডা ও আমেরিকার সম্পর্কে নতুন মোড় আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই জাস্টিন ট্রুড্রো ভারতে এসেছেন। ৮ সেপ্টেম্বর ভারত সফরে আসেন। তারপর ১০ সেপ্টেম্বর কানাডায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর বিমান বিকল হয়ে যাওয়ায় ট্রুডো আরও দু’দিন ভারতে থেকে গিয়েছেন। কানাডা থেকে আরেকটি বিমন পাঠানো হয় নয়াদিল্লিতে। ১২ সেপ্টেম্বর ট্রুডোকে সঙ্গে নিয়ে কানাডায় ফিরে আসে সেই বিমান।