Placeholder canvas
কলকাতা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Tu Jhoothi Main Makkar | Netflix India | ওটিটিতে ঝুটি-মক্কার লাভ স্টোরি

Updated : 2 May, 2023 6:16 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

মুম্বই : বক্সঅফিসে(Box Office) তোলপাড় ফেলে এবার ওটিটিতে আসছে তু ঝুটি ম্যায় মক্কার(Tu Jhoothi Main Makkar)।দীর্ঘ প্রতীক্ষার পর গত ৮ মার্চ হোলিতে সিনেমাহলে মুক্তি পেয়েছিল লভ রঞ্জন(Luv Ranjan) পরিচালিত রোম্যান্টিক কমেডি ফিল্ম(Romantic Comedy Film)।ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন রণবীর ও শ্রদ্ধা কাপুর(Ranbir Kapoor & Shraddha Kapoor)।পাশাপাশি দেখা গিয়েছে বনি কাপুর,ডিম্পল কপাডিয়া সহ একঝাঁক বলিতারকাকে।মুক্তির পরই বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছে তু ঝুটি ম্যায় মক্কার।রমকম ফিল্মের বক্সঅফিস কালেকশন প্রায় ২২০ কোটি টাকার মতো।ছবিটি কবে ওটিটিতে(Ott Release) মুক্তি পাবে,সেই জল্পনা চলছে গত এপ্রিল থেকেই।অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তু ঝুটি ম্যায় মক্কার।বুধবার থেকেই ওটিটি জায়েন্ট নেটফ্লিক্সে(Netflix) শুরু হয়ে যাবে ছবির স্ট্রিমিং।মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করা হয়েছে।প্রকাশ্যে এসেছে তু ঝুটি ম্যা মক্কার-এর নতুন ট্রেলারও(New Trailer)।বক্সঅফিসে দাপট দেখিয়ে ওটিটির দুনিয়ায় কেমন শোরগোল ফেলে রণবীর-শ্রদ্ধার রমকম ফিল্ম এখন সেটাই দেখার।

করোনাকালের পর থেকেই রীতিমতো চর্চায় রয়েছে রণবীর ও শ্রদ্ধা কাপুরের রমকম ফিল্ম।যে ছবিটি পরিচালনা করেছেন সোনু কে টিটু কি সুইটি কিংবা পেয়ার কা পঞ্চনামা-র মতো রমকমের স্রস্টা লভ রঞ্জন।চলতি বছরেই ছবির নাম ঘোষণা করেন নির্মাতারা।রণবীর-শ্রদ্ধার রমকম ফিল্মের নাম রাখা হয় তু ঝুটি ম্যায় মক্কার।৮মার্চ হোলি উপলক্ষে মুক্তি পেয়েছে ছবি।বক্সঅফিসে দারুণ ব্যবসা করার পর এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তু ঝুটি ম্যায় মক্কার।বুধবারই শুরু হচ্ছে ছবির স্ট্রিমিং।