Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Panchayat Election 2023 | সায়ন্তিকার পাইলট গাড়ি হামলায় গ্রেফতার ১২ বিজেপি নেতা-কর্মী

Updated : 13 Jun, 2023 4:04 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

বাঁকুড়া: সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের পাইলট গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১২ জন বিজেপি নেতা-কর্মী। সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী করা হয়। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেই রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু করে বিজেপি। কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকার পাইলট গাড়ি আটকে পড়ে বিজেপির সেই বিক্ষোভে। সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর স্লোগানও দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। 

এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি ও পাইলট গাড়ি ঘুরিয়ে অন্যপথে যাওয়ার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট গাড়ির উপর চড়াও হয় বিজেপির নেতা কর্মীরা। পাইলট গাড়িতে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাইলটের গাড়ির পিছনের কাচ ভেঙেও যায়। গোটা ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিধায়কের সামনেই। এই ঘটনায় গতকাল রাতে ১২ জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়া নিয়েই ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে বাঁকুড়া৷ নমিনেশন জমা দেওয়ার প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় জেলার বিভিন্ন এলাকায়৷ ইন্দাসে প্রার্থীরা সময় মতো বিডিও অফিস থেকে মনোনয়নপত্র না পাওয়ায় বিডিও অফিসের সামনের রাস্তায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বসে পড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মনোনয়ন জমাকে কেন্দ্র করে রক্ত ঝরল বাঁকুড়া। সোনামুখীতে মাথা ফাটল বিজেপি নেতার। দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে পুলিশের সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।