
স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতার আরও দুই
কলকাতা: স্বপ্নদ্বীপের (Swapnadeep Kundu) মৃত্যু রহস্যে গ্রেফতার আরও দুই। রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ নামে দুই ছাত্রকে। স্বপ্নদ্বীপের মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন অনেকেই। তাঁর মৃত্যুর নেপথ্যে সিনিয়রদের মানসিক অত্যাচার এবং দাদাগিরিকে অনেকেই দাবি করেছে। তার পরেই জেরা করে সৌরভ চৌধুরী-সহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, সৌরব চৌধুরী বস্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হলেও বাকি দুই বর্তমান ছাত্র। দীপশেখর অর্থনীতির (ইকোনমিক্স) স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, বাড়ি তাঁর বাঁকুড়ায়। বয়স, ১৯ বছর। মনোতোষও স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, সমাজবিজ্ঞান (সোশিওলজি) বিভাগে পড়াশোনা করেন। বয়স, ২০ বছর। বাড়ি, হুগলির আরামবাগে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ছাত্র সৌরভকে জেরা করেই তাঁদের দুজনের নাম উঠে এসেছে।
এদিকে যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রর মৃত্যুতে ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শুক্রবার এই ঘটনায় সৌরভকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় যাদবপুর থানার পুলিশ। মামলার শুনানি শেষে বিচারক সৌরভকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়। এদিন পুলিশ আদালতে জানায়, গত ৬ অগাস্ট সৌরভ ও মনোজিতের সহযোগিতায় হস্টেলে জায়গা পায় স্বপ্নদীপ। ঘটনার দিন দুটি অন্য নম্বর থেকে দফায় দফায় বাড়িতে ফোন করেন তিনি। কিন্তু ওই ফোন নম্বর সৌরভের নয় বলে দাবি করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, তবে ওই ফোন নম্বর কার?