Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Udayan Guha | পুলিশকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান উদয়নের

Updated : 11 Jun, 2023 5:26 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

দিনহাটা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote)  মুখে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি (Political Situation)। পুলিশকে (Police) নিয়েও দড়ি টানাটানি শুরু হয়েছে। আবার পুলিশকে নিয়ে মন্তব্য মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)! এবার সাহেবগঞ্জ থানার (Sahebgunje PS) সাব ইন্সপেক্টরকে (Sub Inspector) ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদেন উদয়নের। 

কিন্তু কেন এতটা মেজাজ চড়ে গেল উদয়নের? মন্ত্রী জানান, সাহেবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর পরিমল রায় (Parimal Roy) কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) কানে কানে কিছু কথা বলছিলেন ও হাসছিলেন যেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে। সেজন্য তিনি নিদান দিয়েছেন। মন্ত্রী আরও জানান, সাব ইন্সপেক্টর পরিমল রায়ের যদি এতই শখ থাকে তাহলে তিনি রাজ্য সরকারের (State Government) চাকরি ছেড়ে দিয়ে ভেটাগুরিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গিয়ে চাকরের কাজ করুক। মন্ত্রী আরও জানান রাজ্য সরকারের চাকরি করে রাজ্য সরকারের কাছ থেকে মাইনে নিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করে দেবে সাব ইন্সপেক্টর পরিমল রায় এটা হতে পারে না।

একই সঙ্গে তিনি জেলা পুলিশ সুপারকে (Superintendent of Police) অনুরোধ করেন পরিমল রায়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। তা না হলে পরিমল রায়কে নিয়ে ভবিষ্যতে বড় কোন সমস্যা হলেও হতে পারে। তবে এই বিষয়ে ওই সাব ইন্সপেক্টরের বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য, এর আগেও মন্ত্রী উদয়ন একাধিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি তিনি দিনহাটা ২ ব্লকের নাজিরহাটের শালমারায় তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তিনশোটির বেশি বুথে বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারবে না। পঞ্চায়েত ভোটে যদি বিজেপি বুথ দখল করতে আসে তাহলে তাদের পিঠের চামড়া দিয়ে সাধারণ মানুষ ডুডুগি বাজাবে। এর আগে এক ভার্চুয়াল বৈঠকে বৈঠকে মন্ত্রী উদয়ন এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দু’জনকেই সতর্ক করেন অভিষেক। তিনি জানিয়ে দেন, সবাই মিলে এক সঙ্গে সংগঠনের কাজ করতে হবে। এমন কোনও মন্তব্য করা যাবে না, যা থেকে বিতর্ক তৈরি হতে পারে বা দল সমস্যায় পড়তে পারে।