সিটির দুঃস্বপ্ন চলছেই, জয় বার্সেলোনা, আর্সেনালের
কলকাতা: ম্যাঞ্চেস্টার সিটির এই দুর্দশা সত্যিই ব্যাখ্যাতীত। প্রিমিয়ার লিগ হোক আর চ্যাম্পিয়ন্স লিগ, ম্যাচ জেতা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের কাছে ২-০ গোলে হেরে গেল পেপ গুয়ার্দিওলার দল। বল পজেশন, পাসের সংখ্যা, সবেতেই এগিয়ে ছিল সিটি, কিন্তু কাজের কাজ গোলটাই করে উঠতে পারল না তারা। উল্টে দু’বার সুযোগের সদ্ব্যবহার করল জুভেন্তাস।
ছয় ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে ২২ নম্বর স্থানে আছে সিটি। অবনমন জোনের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে। গুয়ার্দিওলা নিশ্চয়ই এই বছরটা শেষ হওয়ার অপেক্ষায় আছেন। ২০২৫ তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনে কি না সেটাই দেখার।
বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ হারিয়ে লিগ ফেজে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সেলোনা। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করে নায়ক ফেরান তোরেস। আর একটি গোল রাফিনহার। ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেছেন সেরহু গুরাসি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দু’বার এগিয়ে যায় বার্সা। কিন্তু দু’বারই সমতা ফেরায় জার্মান দল। ৮৫ মিনিটে লামিনে ইয়ামালের পাসে জয়সূচক গোল করেন তোরেস।
ঘরের মাঠে মোনাকো ৩-০ হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল আর্সেনাল। জোড়া গোল এবং একটি গোলের পাস দিয়ে মাতালেন বুকায়ো সাকা। গানারদের ‘স্টারবয়’ ঘরের মাঠে সমর্থকদের আনন্দ দেওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এই ফর্ম ধরে রাখলে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ, দুই প্রতিযোগিতাতেই বড় স্বপ্ন দেখতে পারে আর্সেনাল সমর্থকরা।