কষ্ট করে জিতল ম্যান ইউ, ড্র টটেনহ্যামের
কলকাতা: জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে হারতে হয়েছিল। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগে ভিক্টোরিয়া পিলজেনকে অ্যাওয়ে ম্যাচে ২-১ হারাল রুবেন অ্যামোরিমের দল। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করে ত্রাতা হয়ে উঠলেন র্যাসমুস হোয়লুন্ড।
রুবেন অ্যামোরিম দায়িত্ব নেওয়ার পর ম্যান ইউয়ের খেলা অনেকটা দৃষ্টিনন্দন হয়েছে। তাঁর ফর্মেশনে আক্রমণে ধার বেড়েছে, এসেছে বৈচিত্র্য। কিন্তু রক্ষণ ঠিক সুবিধে করে উঠতে পারছে না। প্রতি ম্যাচেই একের বেশি গোল হজম করছে। এদিনের ম্যাচে অবশ্য গোল হজম গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে। তাঁর মিস পাস ধরে গোল করে পিলজেনকে ১-০ এগিয়ে দেন মাতেজ ভিদ্রা।
প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যে গোল খায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। এরপর তিনটি পরিবর্তন করেন অ্যামোরিম। মাঠে নামান হোয়লুন্ড, অ্যান্টনি এবং মেসন মাউন্টকে। এতে আক্রমণে ধার বাড়ে। ৬২ মিনিটে আমাদ দিয়ালোর শট গোলকিপার ঠেকালে তা হোয়লুন্ডের পায়ে আসে, তিনি ছোট্ট টোকায় সমতা ফেরান। ৮৮ মিনিটে আসে জয়সূচক গোল। এই জয়ে লিগ ফেজে সাত নম্বর স্থানে উঠে এল ম্যান ইউ। এই পর্যায়ে বাকি আর দুই ম্যাচ। প্রথম আটে থাকতে পারলেই সরাসরি শেষ ষোলোয়া চলে যাওয়া যাবে।
ইউরোপা লিগের অন্য ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সের বিরুদ্ধে ড্র করল টটেনহ্যাম হটস্পার। ৪৭ মিনিটে রেঞ্জার্সকে এগিয়ে দেন হামজা ইগামানে। বহু চেষ্টা করেও শোধ করতে পারছিল না টটেনহ্যাম। পরিবর্ত হিসেবে নামা দেজান কুলসেভস্কি ৭৫ মিনিটের মাথায় সমতা ফেরান। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে লন্ডনের ক্লাব।