Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

রুবেন অ্যামোরিম যুগে প্র‍থম জয় পেল ম্যান ইউ

Updated : 29 Nov, 2024 5:18 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

কলকাতা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হেড কোচ হিসেবে প্রথম জয় পেলেন রুবেন অ্যামোরিম (Ruben Amorim)। উয়েফা ইউরোপা লিগে বোরো-গ্লিমটকে তাঁর দল হারাল ৩-২ ফলে। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ডাগ আউটে এই প্রথমবার বসলেন পর্তুগিজ কোচ, খুব দাপট দেখাতে না পারলেও জিতে সমর্থকদের খুশি করতে পেরেছেন তিনি।

এদিন জোড়া গোল করেন র‍্যাসমুস হোয়লুন্ড (Rasmus Hojlund), একটি গোল আলেহান্দ্রো গারনাচোর (Alejandro Garnacho), কিন্তু তাতেও আসল কৃতিত্ব হোয়লুন্ডের। খেলার ৪৯ সেকেন্ডে এগিয়ে যায় ম্যান ইউ। ডিফেন্ডারের ব্যাক পাস সামলাতে পারেননি বোরোর গোলকিপার, তাঁকে দুর্দান্ত প্রেস করেন হোয়লুন্ড, ফাঁক তালে গোল করে দেন গারনাচো। এরপর পরপর দুটো গোল খায় অ্যামোরিমের দল।