
২০টি ভুয়ো বিশ্ববিদ্যালয় পাওয়া গেল দেশে
নয়াদিল্লি: ২০টি ভুয়ো (Fake) বিশ্ববিদ্যালয়ের (University) তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয়গুলির জাতীয় নিয়ামক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাজধানী দিল্লিতে (Delhi)। দিল্লি থেকে আটটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে চারটি প্রতিষ্ঠান রয়েছে। অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) থেকে দুটি ও পশ্চিমবঙ্গ থেকে দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি থেকে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে।
একটি ঘোষণায় ইউজিসি জানিয়েছে, তারা ওই ২০ বিশ্ববিদ্যালয়কে অবৈধ বলে চিহ্নিত করেছে। তাদের দেওয়া ডিগ্রিও ভুয়ো। ইউজিসি (UGC) সেক্রেটারি মণীশ জোশী (Manish Joshi) জানিয়েছেন, ওই বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির বিধি না মেনেই ডিগ্রি দিচ্ছে। তিনি জোর দিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে দেওয়া ডিগ্রি উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে বৈধ নয়।
কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়? ইউজিসি সূত্রে জানা গিয়েছে, এই তালিকায় রয়েছে দিল্লিতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিট। রয়েছে, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর সেন্ট্রিক জুরিড়িক্যাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইন্সটিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইুনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। উত্তরপ্রদেশে রয়েছে গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথী, নেতাজি সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইুনিভার্সিটি), ভারতীয় শিক্ষা পরিষদ। অন্ধ্রপ্রদেশে রয়েছে ক্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি ও বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ও পশ্চিমবঙ্গে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এছাড়া বদজ্ঞানভি সরকার ওয়র্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি (কর্নাটক), সেন্ট জনস ইউনিভার্সিটি (কেরালা), রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি (মহারাষ্ট্র), শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন।