Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

দিল্লির অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক , পূরণ হল জন্মাষ্টমী পালনের ইচ্ছে

Updated : 10 Sep, 2023 11:27 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: জি-২০(G-20) সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটেন প্রধানমন্ত্র ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। আর সম্মেলনের ফাঁকেই সাতসকালে হাজির হলেন দিল্লির অক্ষরধাম মন্দিরে। বুঝিয়ে দিলেন বিদেশে জন্ম বেড়ে ওঠা হলেও ভোলেননি নিজের শিকড়। রবিবার সকালেও সস্ত্রীক মন্দিরে যান পুজো দিতে। কাটালেন প্রায় ঘণ্টা খানেক সময়। 

শুক্রবার জি-২০ সম্মেলনের শুরুতেই তিনি জানিয়েছিলেন, রাখীবন্ধন উৎসব পালন করতে পারলেও, কৃষ্ণ জন্মাষ্টমী পালনের সুযোগ পাননি। তাই ভারতে যখন এসেছেন কোনও না কোনও মন্দিরে জন্মাষ্টমী পালনের ইচ্ছে পূরণ করবেন। একইসঙ্গে সম্মেলনের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেকে গর্বিত হিন্দু বলেও পরিচয় দিয়েছিলেন। সেই সময়ই তিনি মন্দিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই ইচ্ছাই পূরণ করা হল।

প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনকের প্রথম ভারত সফর। শুক্রবার জি-২০ সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ঋষি সুনক। বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীকে তিনি শ্রদ্ধা করেন। জি-২০ সম্মেলনকে সফল করতে সমর্থন করবেন তিনি।