Ukrine |Russia | পুতিনকে গদিচ্যুত করতে মরিয়া ভাড়াটে সেনারা
মস্কো: গৃহযুদ্ধে জেরবার রাশিয়া। ওয়াগনার বাহিনীর ‘সেনা অভ্যুত্থানে’ চিন্তার ভাঁজ পড়েছিল রুশ প্রশাসনের কপালে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলে পিছু হঠে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এই পরিস্থিতিতে সোমবার ক্রেমলিন থেকে প্রথমবার ভিডিও বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি বললেন, চ্যালেঞ্জের মুখেও ভাল কাজ করছে রুশ সংস্থাগুলি। পুতিন বলেন, বাহ্যিক বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও সংস্থাগুলি কাজ করেছে।
এদিকে পুতিনের চাপের মুখে রণে ভঙ্গ দেওয়ার ২৪ ঘণ্টা পরে সোমবার এক অডিয়ো বার্তায় এই দাবি করেছেন বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন। তিনি বলেন, ‘‘রুশ ভাই-বোনেদের রক্ত ঝরার আশঙ্কা এড়াতেই আমরা মস্কোর রাজপথে প্রতিবাদের সিদ্ধান্ত বাতিল করেছিলাম।’’ তবে রুশ সেনা বা তাদের সহযোগীরা আক্রমণ করে ওয়াগনার যোদ্ধাদের প্রত্যাঘাত করতে অডিয়ো বার্তায় নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ইউক্রেন সীমান্ত লাগোয়া রোস্তভ-অন-ডন শহরের দখল নেওয়ার পর শনিবার সকালে ইউক্রেন সীমান্তের অদূরে পশ্চিম রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর ভোরোনেজ় কব্জা করে বিদ্রোহী ভাড়াটে বাহিনী। ওই এলাকা থেকে মস্কোর দূরত্ব প্রায় হাজার কিলোমিটার। এর পর মস্কোর দিকে আরও কয়েকশো কিলোমিটার এগিয়ে লিপেৎস্কেতে ঢুকে পড়ে তারা। এর পরেই দ্রুত সক্রিয় হয় পুতিন সরকার। আকাশপথে ওয়াগনার যোদ্ধাদের উপর হামলা চালানোর পাশাপাশি ইউক্রেনে থাকা প্রিগোঝিনের বাহিনীর বিরুদ্ধে নামানো হয় নৃশংস চেচেন কমান্ডার রমজান কাদিরভের মিলিশিয়া বাহিনীকে।