Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

দুর্বার প্রেম, বিবাহবন্ধনে আবদ্ধ কাকা-ভাইঝি

Updated : 6 Apr, 2025 2:42 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ওয়েব ডেস্ক: ভাইঝির (Niece) সঙ্গে বিয়ে করে নিলেন কাকা (Uncle)! চমকপ্রদ এই ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রের (Gwalior)। ভাইঝি পূজা কুশবাহার প্রেমে পড়ে গিয়েছিলেন কাকা অবনীশ কুশবাহা। সম্পর্কে সাড়া দেন পূজাও। দুজনে পালিয়ে চলে যান প্রয়াগরাজে (Prayagraj)। তবে তাঁদের খুঁজে বের করে পুলিশ।

বাড়ি ফিরে এলে তাঁদের বাবা-মায়েরা বোঝানোর চেষ্টা করেন যে এই সম্পর্ক পরিণতি পেলে লোকসমাজে মুখ দেখানো যাবে না। কিন্তু অবনীশ এবং কুশবাহা কোনও কথাই শুনতে চাননি। বাধ্য হয়ে পূজার পরিবার স্থানীয় এক হনুমান মন্দিরে দুজনের বিয়ে দিয়ে দেন