Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Amit Shah in Kolkata | আজ শহরে আসছেন অমিত শাহ, কাল অংশ নেবেন রবীন্দ্র জয়ন্তীতে 

Updated : 8 May, 2023 8:59 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোমবার রাতে কলকাতায় (Kolkata) আসছেন। সূত্রের খবর, তিনি মঙ্গলবার কল্যাণীতে (Kalyani) বর্ডার আউটপোস্ট (Border Outpost) পরিদর্শন করবেন। পেট্রাপোলে (Petrapol) ইন্টিগ্রেটেড চেক পোস্ট পরিদর্শন করবেন। সেখানে থানার উদ্বোধন করবেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তীতে অমিত শাহ কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে (Cultural Programme) যোগ দেবেন। সাংস্কৃতিক সংগঠন খোলা হাওয়া এর আয়োজক। খোলা হাওয়া সংগঠনের সভাপতি ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) সাংবাদিকদের বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) বাঙালির ব্যক্তিত্ব ও সংবেদনশীলতাকে আকার দিয়েছেন। সাহিত্য, সংস্কৃতি এবং কলাতে তাঁর অপূরণীয় অবদান রয়েছে। আধুনিক ভারতীয় ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব নিয়ে বক্তব্য পেশ করবেন অমিত শাহ। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই অনুষ্ঠান হবে। 

ওই অনুষ্ঠানে কোহিনূর সেন বরাট অংশ নেবেন। অংশ নেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমলতা আচার্য্য ও উজান মুখোপাধ্যায় অংশ নেবেন। তনুশ্রী শঙ্কর ও তাঁর দল অংশ নেবে। আবৃত্তি করবেন চন্দ্রিমা রায়। অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত থাকবেন। 

রাজনৈতিক মহলের মতে, বাংলার মানুষের ভাবাবেগকে সামনে রেখে ফের রাজ্যে আসছেন শাহ। আগামী পঞ্চায়েত ভোট ছাড়াও ২০২৪ সালের লোকসভা ভোটে (Lok Sbha Election 2024) বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। সে কথা মাথায় রেখে বঙ্গ বিজেপি (BJP) নতুন করে ময়দানে নেমেছে। ইতিমধ্যে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যের সব জেলায় জেলায় সভা করছে বিজেপি। বিশেষ করে যে জেলাগুলিতে বিজেপি কম মার্জিনে পিছিয়ে রয়েছে সেখানে আরও জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসন পেয়েছে বিজেপি। সেইসঙ্গে একাধিক ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। তাই সময় নষ্ট না করে কোমর বেঁধে নেমেছে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলি। এ কথা মাথায় রেখে চলতি বছরে বাংলায় মোট ১২টি সভা করতে পারেন অমিত শাহ। আগামী ৮ মে সম্প্রতি তাঁর দ্বিতীয় বারের বঙ্গ সফর। রাজনৈতিক মহলের মতে, জাতীয় তকমা হারিয়ে রাজ্যে কোনঠাসা তৃণমূল। তার মাঝে শাহর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে।