ফিল্মি পার্টিতে গালে চুমু, ওরির প্রেমে পাগল উরফি!
Updated : 17 Jun, 2024 8:10 PM
AE: Krishnendu Ghosh
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
মুম্বই: একজন সোশাল মিডিয়ার সেনসেশন, অন্যজন ফ্যাশন ক্যুইন, উরফি আর ওরিকে নিয়ে নেটপাড়ায় আলোচনার শেষ নেই। অদ্ভুত পোশাকের জন্য বরাবরই চৰ্চিত উরফি (Uorfi Javed)। আজব ফ্যাশন নিয়ে উরফিকে কটাক্ষের মুখে পড়তে হয় বারবার। তাঁর অদ্ভুত পোশাকের কারণেই লাইমলাইটে থাকেন তিনি। নেটদুনিয়ায় প্রচুর ফলোয়ার্স উরফির।
অন্যদিকে, কখনও মোবাইল কভার, কখনও আবার বেফাঁস মন্তব্য, নানান কারণে বারবার চর্চায় উঠে আসেন বিগ বস খ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামানি (Orhan Awatramani) ওরফে ওরি (Orry)। ইন্ডাস্ট্রির অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে তিনি একজন। তাঁর কাঁধে হাত রেখে সেলফি তুলতে ৩০ লাখ টাকা চার্জ করেন। বহু স্টারকিডের সঙ্গে রয়েছে বিশেষ বন্ধুত্ব। ফিল্মি পার্টিতে ওরির উপস্থিতি বরাবরই সকলের নজর কাড়ে।
Tags: