Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

তিন বছর হল কোনও পুরুষকে চুমু খাইনি

Updated : 30 Aug, 2024 7:06 PM
AE: Samrat Saha
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ (Urfi Javed) , নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবার তৈরি হয় বিতর্ক। পোশাকের মত ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ সবকিছু নিয়েই তিনি খোলা খাতার মতো। নিজের শো কর লো ইয়ার-এর প্রচারে এসে উরফি মন্তব্য শুনে চোখ কপালে উঠেছে নেটপাড়ার!

উরফি জাভেদ আর বিতর্ক একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। উরফির সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় নিত্য-নতুন ফ্যাশন স্টেটমেন্ট। যা নিয়ে বারবার তৈরি হয় বিতর্ক। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সম্প্রতি উরফি তাঁর টক শো ‘কর লো ইয়ার’-এর প্রচারে এসেছিলেন, সেখানেই স্পষ্ট বলেন, প্রায় ৩ বছর হল তিনি প্রেমে বা সঙ্গম থেকে দূরে। উরফির কথায়, প্রায় তিন বছর হল কোনও পুরুষকে চুমু খাইনি। কোনও পুরুষের সঙ্গে সঙ্গমে করেননি। যতদিন না পর্যন্ত আমার নিজস্ব জেট প্লেন হবে, ততদিন পর্যন্ত আমি সঙ্গমে লিপ্ত হব না! এখন সেটার অপেক্ষাতেই রয়েছি।