
তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে পৃথিবী? কী বললেন বাইডেন
ওয়াশিংটন: ইজরায়েল (Israel) ঘুরে এসে হামাস (Hamas) ও ভ্লাদিমির পুতিনকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি বলেন, হামাস ও পুতিন চাইছেন প্রতিবেশী গণতন্ত্রগুলি বিলুপ্ত হয়ে যাক। এ প্রসঙ্গে মার্কিন কংগ্রেসে (US Congress) ইউক্রেন ও ইজরায়েলকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য বরাদ্দের প্রস্তাব আনতে চলেছেন বাইডেন। বাইডেন তাঁর ওভাল অফিসে (Oval Office) বসে জাতির উদ্দেশে ভাষণ দেন শুক্রবার। বলেন, হামাস ও পুতিনের সন্ত্রাস এবং স্বেচ্ছাচার বিশ্বের কাছে ভিন্ন ধাঁচের সতর্কতা বিশেষ। ওদের ইচ্ছা প্রতিবেশী গণতন্ত্রকে বিনাশ করা।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক আগ্রাসন চলতে থাকলে সংঘর্ষ ও হট্টগোল পৃথিবীর অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। ইউক্রেন এবং ইজরায়েলকে সাহায্যের জন্য বিপুল পরিমাণ অর্থ সাহায্যের প্রস্তাব আনবেন কংগ্রেসে। তাঁর দাবি, এ ধরনের বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে আমেরিকা বিশ্বনেতার জায়গায় পৌঁছতে পারে। ভবিষ্যতে আমেরিকার নিরাপত্তায় এই বিনিয়োগ লাভজনক হতে পারে।
উল্লেখ্য, জাতির উদ্দেশে খুব কমই ভাষণ দিয়ে থাকেন বাইডেন। কিন্তু, সদ্য ইজরায়েল থেকে ফিরে তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। বাইডেনের কথায়, প্রেসিডেন্ট হওয়ার কারণে আমেরিকাবাসীর নিরাপত্তা ছাড়া আমার দ্বিতীয় লক্ষ্য নেই। হামাসরা যাদের পণবন্দি করে রেখেছে, তাদের সুস্থভাবে ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। ইজরায়েলে গিয়ে আমি দেখেছি ওরা মনের দিক থেকে শক্তিশালী, দৃঢ়চেতা, প্রতিরোধে অটুট এবং ক্ষোভে ফুসছে। হামাসের হানায় নিহতদের জন্য ওদের মনে গভীর আঘাত লেগেছে, সেই ক্ষোভের আগুনে জ্বলছে ইজরায়েল।