বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা হামলা!
Updated : 8 Dec, 2024 6:55 PM
AE: Krishnendu Ghosh
VO: Bhaswati Das
Edit: Mousumi Biswas
কলকাতাঃ বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা হামলা! যার জেরে এলাকাজুড়ে ছড়ায় আতঙ্ক। কি কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এর আগেও বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার ছেলেকে রাস্তায় মারধর করা হয়। আর এবার বোমা ছড়া হল তাঁর বাড়ি লক্ষ করে।
জানা যাচ্ছে বিজেপি নেত্রী এখন ঠাকুরপুকুর থানার কাছে একটি বাড়িতে থাকেন উনি সেই বাড়ি লক্ষ করে চলে বমাবাজি। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে কেউ আহত হয়েছে কিনা তাও এখনও জানা যায়নি।
তবে কোন শত্রুতার কারণে বাড়ি লক্ষ করে ছড়া হয়েছে বমা? নাকি এর পিছনে রয়েছে কোন রাজনৈতিক কারণ তা এখনও স্পষ্ট নয়।
Tags: