Placeholder canvas
কলকাতা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Vande Bharat new Colour | জন্মথেকেই রং ছিল নীল-সাদা, তবে এবার হবে গেরুয়া

Updated : 9 Jul, 2023 9:11 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: একেবারে প্রথম থেকেই বন্দে ভারতের রং ছিল নীল সাদা। স্টেশনে দাঁড়িয়ে থাকা বাকি ট্রেন গুলির থেকে দেখোন দাড়িতে বেশ খানিকটা আলাদা। সুন্দর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের সেই বন্দে ভারতের রং এবার বদল হবে বলেই খবর। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নতুন রূপে তৈরি হচ্ছে এই ট্রেন। মনে করা হচ্ছে এবার বন্দে ভারত ট্রেনের রঙ কমলা ও ডার্ক গ্রে রঙের হতে পারে। 

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যেখানে নতুন রূপে সজ্জিত হচ্ছে বন্দে ভারত সেখানে বিভিন্ন স্তরের কর্মী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। 

ভারতে বর্তমানে ৫০টি বন্দে ভারত রয়েছে। কিছুদিন আগেও আরও দুটি বন্দে ভারতের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতে ভারতের গর্ব তাঁদের সাধের এই ‘বন্দে ভারত’। 

সূত্রের খবর, দাম কমছে বন্দে ভারতের টিকিটের। সব মিলিয়ে বন্দে ভারতকে নিয়ে উৎসাহ ফের একবার তুঙ্গে। ১৫০ কিমি প্রতি ঘণ্টায় চলে বন্দে ভারত। পরিষেবা অত্যন্ত ভালো। তবে সম্প্রতি বন্দে ভারতে পরিবেশনায় খাবার নিয়ে উঠছে নানা অভিযোগ। যাত্রীদের মতে সম্ভবত সেই কারণেই হয়তো দাম কমছে বন্দে ভারতের টিকিটের