Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

Animal | Ranbir Kapoor | মেটেনি ভিএফএক্স পর্ব,ফের পিছোল রণবীরের ‘অ্যানিম্যাল’

Updated : 2 Jul, 2023 4:08 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

মুম্বই : ফের পিছিয়ে গেল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত অ্যানিম্যাল(Animal)-এর মুক্তি।১১ অগস্ট ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু সম্প্রতি নাকি  অ্যানিম্যাল-এর মুক্তি চার মাস পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।অগস্টের বদলে ডিসেম্বরে বড়পর্দায় আসবে সন্দীপ রেড্ডি ভাংগা(Sandeep Reddy Bhanga) পরিচালিত এই গ্যাংস্টার ড্রামা ফিল্ম(Gangster Drama Film)।ছবিতে রণবীর কাপুরের নায়িকার চরিত্রে রয়েছেন রশ্মিকা মান্দানা(Rashmika Mandanna)।পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর(Anil Kapoor),শক্তি কাপুর(Shakti Kapoor) এবং ববি দেওল(Bobby Deol)।ছবিতে দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি ডিমরিকেও(Tripti Dimri)। ইতিমধ্যেই চর্চায় রয়েছে রণবীর কাপুরের অ্যানিম্যাল লুক।বড়পর্দায় ছবি দেখার অপেক্ষায় গতবছর থেকেই অপেক্ষায় দিন গুণছেন সিনেপ্রেমীরা।অ্যানিম্যাল-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় তাই স্বাভাবিক ভাবেই মনখারাপ আর কে ভক্তদের।কিন্তু কেন পিছল অ্যানিম্যাল-এর মুক্তি। নির্মাতারা জানাচ্ছেন,ছবির ভিএফএক্সের(VFX) কাজ নাকি এখনও শেষ হয়নি।সেই কারণেই অ্যানিম্যাল-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।যদিও সূত্রের খবর বলছে,১১ অগস্ট মুক্তি পাবে সানি দেওলের(Sunny Deol) ছবি গদর ২(Gadar 2), এবং অক্ষয় কুমার(Akshay Kumar) অভিনীত ও মাই গড ২(Oh My God 2)। দুটি ছবির সঙ্গে বক্সঅফিস কম্পিটিশন এড়াতেই নাকি অ্যানিম্যাল-এর মুক্তি পিছিয়েছেন ভূষণ কুমার।


কবীর সিং এবং ভুল ভুলাইয়া ২-র মতো ব্লকবাস্টার ফিল্ম উপহার দেওয়ার পর অ্যানিম্যাল ছবিতেও হাত মিলিয়েছেন বলিপাড়ার দুই প্রযোজক ভূষণ কুমার এবং মুরাদ খেতানি।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অ্যানিম্যাল-এর টিজার।যাতে নির্মাতারা ১১ অগস্টই ছবি মুক্তি পাবে বলে জানিয়েছিলেন।তবে সম্প্রতি নাকি অ্যানিম্যাল-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন দুই প্রযোজক।তাঁদের দাবি,ঠিক সময়ে অ্যানিম্যাল-এর ভিএফএক্সের কাজ শেষ হবে না,এমনটাই আশঙ্কা করছেন তাঁরা।সেই কারণেই,হাতে চার মাস সময় রেখেছে প্রযোজনা সংস্থা।অগস্ট থেকে ছবির মুক্তি পিছিয়ে ডিসেম্বরে করে দেওয়া হয়েছে।যদিও ডিসেম্বরের কবে মুক্তি পাবে সেকথা জানানো হয়নি।শোনা যাচ্ছে ডিসেম্বরের প্রথমদিকেই নাকি বড়পর্দায় রণবীর কাপুরের অ্যানিম্যাল দেখার সুযোগ পাবেন দর্শক।তবে বিশেষজ্ঞমহল বলছে,আদিপুরুষ-এর ব্যর্থতায় ভয় পেয়ে গিয়েছেন প্রযোজক ভূষণ কুমার।কারণ,ওই ১১ অগস্ট মুক্তি পাবে দু দুটি বহু প্রতীক্ষিত সিক্যুয়েল।একদিকে মুক্তি পাবে সানি দেওল,আমিশা প্যাটেলের ছবি গদর ২।অন্যদিকে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ও মাই গড ২।যে ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতমকেও।এই দুটি বিগবাজেট ছবির সঙ্গে বক্সঅফিসের যুদ্ধে নামুক অ্যানিম্যাল,এমনটা মোটেও চাইছেন না প্রযোজক ভূষণ কুমার।সেই কারণেই নাকি রণবীরের নতুন ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন টি সিরিজ কর্ণধার।