Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রামমন্দিরে আদবানি, জোশিকে আমন্ত্রণ সঙ্ঘের

Updated : 20 Dec, 2023 8:48 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: বিজেপির রথযাত্রার ‘রামচন্দ্র’ লালকৃষ্ণ আদবানিকে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ছেঁটে ফেলার চেষ্টা নিয়ে বিতর্ক তৈরি হতেই ক্ষতে মলম লাগাল বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস। একইসঙ্গে এদেশে রাম-রাজনীতি আমদানি করা আরেক প্রবীণ বিজেপি নেতা মুরলিমনোহর জোশিকেও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছিল। ভিএইচপি এবং আরএসএসের শীর্ষ নেতারা সমালোচনার মুখ বন্ধ করতে এই দুই প্রবীণ নেতার বাড়িতে গিয়ে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন।

হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা রাম লাল ও কৃষ্ণগোপাল গিয়ে আদবানি ও জোশিকে আমন্ত্রণ জানান। সেই ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কুমার বলেন, আদবানি এবং জোশিজি বাদ দিয়ে রামমন্দির আন্দোলনের কথা আমরা ভাবতেই পারি না। তাঁদের স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন হলেও দুজনকে আসতেই হবে। আদবানি এবং জোশি দুজনেই বলেছেন, তাঁরা আসার চেষ্টা করবেন। তবে কীভাবে তাঁদের আনা হবে, তার জন্য প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে।