Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

ক্যান্সারের আন্সার কী পাওয়া গেল? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Updated : 28 Dec, 2023 8:09 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

দীর্ঘদিন ধরেই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানী এবং গবেষকেরা ক্যান্সারের প্রতিকারের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছরই ক্যান্সারের কারণে কয়েক লক্ষ প্রাণহানির ঘটনা ঘটছে। কিন্তু তার প্রতিষেধকের খোঁজ মিলছে না কিছুতেই। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে চলছে ক্যান্সারের প্রতিষেধকের কাজ। কিন্তু তাতেও কোনও ফল পাচ্ছেন না  তবে এবার রাইস ইউনিভার্সিটি, টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ টেক্সাসের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যুগান্তকারী আবিষ্কার হয়েছে। জানা গিয়েছে, উদ্দীপনার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ক্যান্সার কোষগুলিকে নির্মূল করার পদ্ধতি খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, মেডিক্যাল ইমেজিংয়ের জন্য ব্যবহৃত একটি ছোট রঞ্জক অণুর পরমাণু প্লাজমন নামে পরিচিত, ইনফ্রারেড আলো দ্বারা উদ্দীপিত হয়। এর ফলে ক্যান্সারের কোষগুলির ঝিল্লি ফেটে যায়। . নেচার কেমিস্ট্রিতে প্রকাশিত ওই সমীক্ষা অনুযায়ী, পদ্ধতিটি মানুষের মেলানোমা কোষের ল্যাব কালচারের বিরুদ্ধে ৯৯ শতাংশ কার্যকারি এবং মেলানোমা টিউমার সহ অর্ধেক ইঁদুর চিকিত্সার পরে ক্যান্সারমুক্ত হয়ে ওঠে। এক গবেষকের কথায়, এটি একটি সম্পূর্ণ নতুন প্রজন্মের আণবিক মেশিন। যাকে আমরা আণবিক জ্যাকহ্যামার বলে থাকি।